Monday, April 29, 2024
কলকাতা

কলকাতায় আজ লিটার প্রতি পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলে উৎপাদন শুল্ক কমিয়েছে। দেশের ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রোল-ডিজেলের দাম কমালেও পশ্চিমবঙ্গে জ্বালানির উপর থেকে ভ্যাট কমানো হয়নি। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন, ‘পশ্চিমবঙ্গে জ্বালানির ওপর থেকে ভ্যাট কমানো সম্ভব নয়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার লিটার প্রতি ডিজেলে ১ টাকা কম নিয়ে আসছে।’

দেশের অন্যান্য রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার লিটার প্রতি পেট্রোল ও ডিজেলে যথাক্রমে ৫ এবং ১০ টাকা কমিয়েছে। পাশাপাশি, ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পেট্রোল ডিজেল ৫ থেকে ১২ টাকার মতো করে কমিয়েছে।

কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পেট্রোল-ডিজেলের দাম না কমানোয় বাংলায় জ্বালানির দাম নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। মঙ্গলবার কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৪ টাকা ৬৭ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ৮৯ টাকা ৭৯ পয়সা। সোমবারও পেট্রোল-ডিজেলের দাম একই ছিল। যার ফলে এই নিয়ে টানা চারদিন জ্বালানির দাম অপরিবর্তিত আছে।

এদিকে, অন্যান্য রাজ্য পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ দাম কমায়নি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবারও পেট্রোল পাম্পে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বিজেপি।