Friday, May 3, 2024
খেলা

১৩০ কোটি দেশবাসীর তরফে রায়নাকে চিঠি প্রধানমন্ত্রীর, ধন্যবাদ বাঁ-হাতির

নয়াদিল্লি: প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পর সুরেশ রায়নাও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। বৃহস্পতিবারই ধোনিকে দু’পাতার একটি চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সুরেশ রায়নার কাছেও চিঠি পাঠান নমো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর চিঠিতে ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মোতেরা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ মাঠে বসে রায়নার খেলা দেখার প্রসঙ্গও উল্লেখ করেছেন। ওই ম্যাচে রায়না ৩৪ রানে নট আউট থাকেন, ৫ উইকেটে জয়লাভ করেছিল ভারত। নমো চিঠিতে সেই ম্যাচের কথা তুলে ধরে লিখেছেন, ওই ম্যাচে রায়নার উদ্দীপ্ত ভূমিকার কথা ভারত কখনও ভুলবে না। ব্যাটিংয়ের পাশাপাশি, ফিল্ডিংয়ে রায়নার ভূমিকাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। রায়নার টিম স্পিরিটের কথাও তুলে ধরেন। মোদী লিখেছেন, ব্যক্তিগত গৌরবের জন্য আপনি খেলেননি, খেলেছেন দল ও দেশের গৌরবের জন্য। তবে এত অল্প বয়সে এবং এতটা এনার্জি থাকতে থাকতেই অবসর নিলেন! অবসরের বয়স হয়নি।

প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়ে টুইটে সুরেশ রায়না লিখেছেন, আমরা যখন দেশের জন্যে খেলতে নামি, নিজেদের রক্ত ও ঘাম ঝরাই তখন দেশবাসীর থেকে পাওয়া ভালোবাসা ও সম্মানই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রশংসা। আর সেই প্রশংসা যদি আসে দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে তাহলে তার মর্যাদা আরও বেড়ে যায়। ধন্যবাদ নরেন্দ্র মোদীজি আপনার প্রশংসা ও শুভেচ্ছার জন্যে। আমি কৃতজ্ঞতার সঙ্গে তা গ্রহণ করছি। জয় হিন্দ।

উল্লেখ্য, এক দিনের ক্রিকেটে ৩৫.১৩ গড়ে ৫,৬১৫ রান করেছেন রায়না। স্ট্রাইক রেট ৯৩.৫০। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ২৯.১৮ গড়ে করেছেন ১,৬০৫ রান। স্ট্রাইক রেট ১৩৪.৮৭। ১৮ টেস্টে করেন মোটে ৭৬৮ রান।