Tuesday, November 18, 2025
আন্তর্জাতিক

চিনকে জোর ধাক্কা, হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল করল আমেরিকা

ওয়াশিংটন: একাধিক ইস্যুতে চিনের সঙ্গে আমেরিকার সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। তারই অংশ হিসেবে এবার হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল করল যুক্তরাষ্ট্র। বুধবার হংকংয়ের সঙ্গে তিনটি দ্বি-পাক্ষিক চুক্তি বাতিল করেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় চুক্তিগুলো বাতিলের ঘোষণা দিয়ে বলেছে, চিন প্রণীত জাতীয় নিরাপত্তা আইন হংকংয়ের মানুষের স্বাধীনতার অধিকারকে খর্ব করেছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হংকংয়ের কূটনৈতিক মর্যাদা ও বিশেষ বাণিজ্য সুবিধা বাতিলের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত জুনে হংকংয়ে উপর বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন পাস করে চিন। ‘National security legislation for Hong Kong’ শীর্ষক বিলটিতে সই করেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টুইটে বলেছেন, চিনা কমিউনিস্ট পার্টি হংকংয়ের মানুষের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন চূর্ণ করার পথ বেছে নিয়েছে। চিনা কমিউনিস্ট পার্টির এমন পদক্ষেপের কারণে হংকংয়ের সঙ্গে তিনটি চুক্তি বাতিল করা হল।

আমেরিকার এই পদক্ষেপে আনুষ্ঠানিকভাবে চিন এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের কারণে যুক্তরাষ্ট্র চিনের উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে মনে করা হচ্ছে।