Friday, May 3, 2024
দেশ

জুতো পর্যন্ত ছিল না হরিবংশের কাছে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের প্রশংসায় মোদী

নয়াদিল্লি: দ্বিতীয়বারের জন্য রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন সংযুক্ত জনতা দলের সাংসদ হরিবংশ নারায়ণ সিং। সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনে ধ্বনি ভোটে আরজেডি দলের মনোজ কুমার ঝাকে পরাজিত করেন তিনি। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী বলেন, দ্বিতীয়বার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার জন্য হরিবংশজিকে অভিনন্দন জানাই। রাজ্যসভা পরিচালনায় সকলের মন জয় করে নিয়েছেন তিনি। নমো বলেন, হরিবংশ একজন সৎ সাংবাদিক ও তাঁর সাংবাদিকতাকে তিনি খুব শ্রদ্ধা করেন।

২০১৮ সালে ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হন বিহারের সাংসদ হরিবংশ সিং। তাঁর সাংসদ পদের মেয়াদ শেষ হওয়ায় ফের তাঁকে নির্বাচনে লড়াই করতে হয়। হরিবংশ ফের সাংসদ নির্বাচিত হয়েছেন।

মোদী তাঁকে ‘দুর্দান্ত আম্পায়ার’ বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, হরিবংশজি গণতন্ত্রের ধ্বজাধারি। তিনি বিহারের সন্তান। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় বিহারের অবদান সর্বজনবিদিত। আমরা সবাই জানি লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মস্থান সীতাবদিয়ারার মানুষ হরিবংশজি। আমি মনে করি বিহারের সেই গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাবেন তিনি।

হরিবংশ খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। সে কথাও এদিন তুলে ধরেন মোদী। নমো জানান, নিম গাছের নিচে পড়াশোনা করতেন হরিবংশ সিং। তাঁর জুতো পর্যন্ত ছিল না। হরিবংশ যখন হাইস্কুলে গেলেন তখনই চর্মশিল্পীকে জুতো বানানোর দায়িত্ব দেওয়া হয়।

সাধারণ ঘরের ছেলেকে এত বড় সুযোগ দেওয়ায় জন্য দেশবাসী ও রাজ্যসভার সাংসদদের ধন্যবাদ জানান হরিবংশ। তিনি বলেন, ইংরাজি মাধ্যমে শিক্ষালাভ করার সুযোগ তাঁর হয় নি। তবে যেভাবে সকলের সমর্থন পেয়েছেন তাতে তিনি আপ্লুত।