Monday, November 17, 2025
দেশ

নতুন করে লকডাউনের কোনও পরিকল্পনা নেই, সাফ জানিয়ে দিল কেন্দ্র

নয়াদিল্লি: লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন প্রতিদিন প্রায় এক লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে ২৫ সেপ্টেম্বর থেকে কি ফের দেশজুড়ে লকডাউন? এমনই ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

অনলাইনে ছড়িয়ে পড়া ভুয়ো পোস্টে দাবি করা হয়েছে, কেন্দ্র নাকি ফের টানা ৪৬ দিনের জন্য পূর্ণ লকডাউন ঘোষণা করতে চলেছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন দেশবাসী। এরপরই সোমবার নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

প্রেস ইনফরমেশন ব্যুরোর (Press Information Bureau) তরফে সাফ জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে লকডাউনের যে খবর রটানো হচ্ছে তা ভুয়ো। দেশজুড়ে নতুন করে ফের লকডাউনের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। তাই ভুয়ো খবরে আতঙ্কিত হবেন না।


সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো খবর ভাইরাল হয়েছিল। যাতে বলা হয়েছিল, ফের একদফা লকডাউনের সুপারিশ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর(NDMA)। সঙ্গে একটি NDMA-এর সুপারিশের একটি স্ক্রিনশর্টও জুড়ে দেওয়া হয়। তবে সেই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিল কেন্দ্র।