Monday, November 17, 2025
রাজ্য​

মরণকালে হরিনাম করছেন মুখ্যমন্ত্রী, আয়ু তো মোটে ছ’মাস, পুরোহিত ভাতা নিয়ে কটাক্ষ রাহুলের

কলকাতা: ২০২১ সালের বিধানসভা ভোটের আগে রাজ্যের পুরোহিতদের ১,০০০ টাকা করে মাসিক ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে বাসস্থান। সোমবার একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এরপরেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

তিনি বলেন, মরণকালে হরি নাম করছেন মুখ্যমন্ত্রী! রাহুল সিনহার কথায়, জয় শ্রী রাম শুনলে যে মুখমন্ত্রী রেগে যেতেন, এখন তিনিই রামায়ণ, মহাভারত, বৈষ্ণব পদাবলী নিয়ে মেতে উঠেছেন। বিদায়ের শেষ লগ্নে এসব কথা মনে পড়ছে তাঁর।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল সিনহা বলেন, মিথ্যাচারে বিশ্ব রেকর্ড গড়ছেন মুখ্যমন্ত্রী। আয়ু তো মাত্র ছয় মাস। এতদিন মনে পড়েনি। বিদায়কালে এসব মনে পড়ছে মুখ্যমন্ত্রীর।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ব্রাক্ষণরা দীর্ঘদিন ধরে মন্দিরে মন্দিরে পুজো করে আসছেন। কিন্তু কোনওরকম সাহায্য তাঁরা পাননি। পুরোহিতদের মধ্যে একটি শ্রেণি আছে, যাঁরা খুব গরিব। সবাই তো আর ভালো পুজো, ভালো বিয়ে বা ভালো কাজ করার বায়না তো পান না। অনেকে আছেন, খুব গরিব। খুবই গরিব। গ্রামেগঞ্জে মাসে একটা পুজো পেলেন হয়তো। তাতে তাঁদের চলবে না।

মুখ্যমন্ত্রী বলেন, দরিদ্র ব্রাক্ষণদের সাহায্য করা হবে। পুজোর মাস থেকে ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। পাশাপাশি যে পুরোহিতদের বাড়ি নেই, তাঁদের ঘর দেওয়া হবে। প্রাথমিকভাবে ৮,০০০ পুরোহিতের তালিকা তৈরি করা হয়েছে।