ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে সিঙ্গাপুরে পৌঁছালেন মোদী
নয়াদিল্লি: ত্রয়োদশ ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে সিঙ্গাপুরে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাজধানী দিল্লি থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিদেশ সফরে যাওয়ার আগে এ নিয়ে টুইটারে বার্তায় দিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, এই বৈঠকে যোগদানের জন্য ১৪ ও ১৫ নভেম্বর সিঙ্গাপুরে থাকবেন তিনি। মোদী জানিয়েছেন, রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ লিডারস’ বৈঠকেও তিনি যোগদান করবেন।
এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার টুইট করেন, সুপ্রভাত সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গাপুরে পৌঁছে গিয়েছেন। ১৩ তম ইস্ট এশিয়া সামিট ও এই সংক্রান্ত বৈঠকে যোগ দিতে এক বছরের মধ্যে লায়ন সিটিতে এনিয়ে দ্বিতীয়বার এলেন তিনি। আর ইস্ট এশিয়া সামিটে এলেন মোট পাঁচবার।
#WATCH: Indian community welcomes PM Narendra Modi at The Fullerton Hotel in Singapore. He is on a two-day visit to the country. pic.twitter.com/MUh90ffjAN
— ANI (@ANI) November 13, 2018
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গাপুরের হোটেলে ঢোকার সময় ভারত মাতা কি জয় ও বন্দেমাতরম স্লোগান তুলে তাঁকে স্বাগত জানানো হয়। দু’দিনের সিঙ্গাপুর সফরে এসে ১৬ তম আসিয়ান ব্রেকফাস্ট সামিটের পাশাপাশি দ্বিতীয় রিজিওনাল কমপ্রেহেনসিভ ইকনমিক পার্টনারশিপ(RCEP) সামিটেও যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। মোদী মনে করেন, এই সিঙ্গাপুর সফর আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও শক্তিশালী করবে।