ইন্টারনেটের নামই শোনেনি পাকিস্তানের ৬৯ ভাগ মানুষ
পাকিস্তানের ৬৯ শতাংশ মানুষ নামই শোনেনি ইন্টারনেটের। দেশটির ১৫ থেকে ৬৫ বছর বয়সীদের মধ্যে ৬৯ ভাগই জানে না ইন্টারনেট আসলে কী। এবং এটা কী কী কাজে ব্যবহার হয়ে থাকে। শ্রীলঙ্কা ভিত্তিক তথ্য ও প্রযুক্তি প্রতিষ্ঠানের এক জরিপ প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পরিচালিত জরিপটি পাকিস্তানের ৯৮ শতাংশ মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছে।
পাকিস্তানের ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বিভিন্ন প্রদেশের মোট ২০০০ হাজার পরিবারের ওপর জরিপ চালিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসে লাইম এশিয়া। ইন্টারনেট সম্পর্কে জানেন পাকিস্তানের ৩১ শতাংশ মানুষ। তবে ইন্টারনেট ব্যবহার করেছেন দাবি করেছেন মাত্র ১৭ শতাংশ মানুষ।
69% Pakistanis between ages 15 to 65 don’t know what internet is: Survey https://t.co/BuIjfUyK1N pic.twitter.com/2ac74vf3op
— NDTV (@ndtv) 12 November 2018
জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট সম্পর্কে না জানাই ইন্টারনেট ব্যবহারকারী কম হওয়ার পেছনে প্রধান কারণ। ইন্টারনেট ব্যবহারে নারী-পুরুষ পার্থক্য তথা জেন্ডার গ্যাপ বলা হয় ৪৩ শতাংশ। ইন্টারনেট সম্পর্কে সচেতনতার অভাব পুরো দক্ষিণ এশিয়া জুড়েই একটি বড় সমস্যা বলেও মন্তব্য করে লাইম এশিয়া।
নতুন এ জরিপের ব্যাপারে কোন মন্তব্য করেনি পাকিস্তানের টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ (পিটিএ)। সাধারণত চুক্তিভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য দেয় পিটিএ।