Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াচ্ছেন হিরো আলম

ঢাকা: বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনেছেন হিরো আলম। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কিন্তু সে সব নিয়ে তাঁর কোনো মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন তিনি। নির্বাচন জয়লাভ নিয়ে হিরো আলম বলেন, আমি ছোট থেকে স্বপ্ন দেখছি ইউনিয়ন পরিষদে যাব। ইউনিয়ন পরিষদের থেইকা গেছি। এরপরে নিয়ত কচ্চি এমপিতে আসবো, এমপিতে আইছি।

বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী আলোচনায় আসে হিরো আলম। সোমবার হিরো আলমের মনোনয়নপত্র কেনার সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এদিন তাঁকে প্রশ্ন করা হয়, আপনি তো এমনিতেই বিখ্যাত, আবার রাজনীতিতে আসলেন কেন, উত্তরে তিনি বলেন, আগে আমি দুইবার ইউনিয়ন পরিষদের নির্বাচন করছি। একবার আমি ৭১ ভোটে ঠকচি, আরেকবার ১৬ ভোটে।

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিরো আলম বলেন, আমি নিজে গরিব, আমি গরিবের কষ্ট বুঝি। মানুষের উপকারে আসার চেষ্টা করি সব সময়। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়ে আমি আজকের হিরো আলম হয়েছি। তিনি আরও বলেন, নিজের জনপ্রিয়তা দিয়েই এমপি হতে চাই। আমি বগুড়ার সন্তান। তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি। আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই।

প্রসঙ্গত, হিরো আলম পড়াশোনা করেছেন সপ্তম শ্রেণি পর্যন্ত। জীবিকা নির্বাহের তাগিদে সিনেমা এক সময় বগুড়ার প্রত্যন্ত এরুলিয়া গ্রামে সিডি বিক্রি করতেন হিরো আলম। একপর্যায়ে ডিশ লাইনের ব্যবসা শুরু করেন। তারপর মিউজিক ভিডিও তৈরি করেন। ইউটিউবে তার পাঁচ শতাধিক মিউজিক ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো নিয়ে ব্যাপকভাবে ট্রল হয়। ফলে ব্যাপক পরিচিতি পান হিরো আলম। বর্তমানে ফেসবুক আর ইউটিউবে লাখ লাখ ফ্যান ফলোয়ার আছে তাঁর।