Tuesday, May 14, 2024
খেলা

গর্বের একশো বছরে পা রাখলো ইস্টবেঙ্গল, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

কলকাতা: একশো বছরে পা রাখল দেশের অন্যতম সেরা ক্লাব ইস্টবেঙ্গল। এই একশো বছরের ইতিহাস গর্ব আর লড়াইয়ের সাক্ষী। ১৯২০ সালের ১লা আগস্ট প্রতিষ্ঠা হয়েছিল ইস্টবেঙ্গল। সচিন শিল্ড থেকে শুরু করে কোচবিহার কাপ, আইএফএ শিল্ড, গিরিজা শিল্ড, ট্রেডস কাপ, আশিয়ান কাপ, জাতীয় লিগ জয়ের একাধিক রেকর্ড রয়েছে ইস্টবেঙ্গলের ঝুলিতে।

শতবর্ষে ইস্টবেঙ্গল ক্লাবকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাত ১০ টা ৩ মিনিট নাগাদ টুইটারে ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা জানান নমো। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষে ক্লাব, ফুটবলার ও সমর্থকদের শুভেচ্ছা জানাই। ভারতীয় ক্রীড়াক্ষেত্র ও বাংলার ফুটবল প্রেমী ঐতিহ্যের জন্য এটি একটি দারুণ মাইলস্টোন। ইস্টবেঙ্গলের মশাল যেন চিরকাল এভাবেই ময়দানে আলো ছড়াতে থাকে। প্রধানমন্ত্রীর টুইটের পর উজ্জীবিত ইস্টবেঙ্গল সমর্থকরা।

ইস্টবেঙ্গলের শতবর্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, দেশের ক্রীড়া মানচিত্রে ইস্টবেঙ্গল ক্লাবের বিশেষ ইতিহাস রয়েছে। ভারতীয় ফুটবলকে অনেক দূর নিয়ে গিয়েছে এই ক্লাব। দেশের জন্য আরও গৌরব নিয়ে আসুক ইস্টবেঙ্গল। ১০০ বছর ধরে, মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল-হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল।

করোনা আবহে জমকালো উৎসব হয়নি এবার। শনিবার সকালে ক্লাব তাঁবুতে লাল-হলুদ পতাকা উত্তোলন করে ইস্টবেঙ্গল দিবসের সূচনা করা হয়েছিল। এসময় ক্লাবের কর্তাদের সঙ্গে প্রাক্তন ফুটবলার, কোচ এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। ক্লাবের পতাকা উত্তোলনের পর কেক কেটে শতবর্ষ উদযাপন করা হয়। বিশেষ আলমানাকও প্রকাশিত হয়েছে।