Monday, April 29, 2024
দেশ

করোনায় মৃত্যু যোগীর মন্ত্রী কমলা রানির

লখনউ: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তরপ্রদেশের মন্ত্রী কমলা রানি বরুণের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। গত ১৮ জুলাই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁকে লখনউয়ের করোনা হাসপাতাল সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (SGPGI) ভর্তি করা হয়। রবিবার সকালে সেখানে চিকিত্‍‌সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কমলা রানির আকস্মিক মৃত্যুতে রবিবার অযোধ্যা সফর বাতিল করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভূমিপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন অযোধ্যায় যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর।

হাসপাতালে ভর্তি থাকাকালীন টুইটারে সক্রিয় ছিলেন কমলা রানি। শনিবার বর্ষীয়ান রাজনীতিবিদ অমর সিংয়ের মৃত্যুর পর টুইটে শোকপ্রকাশ করেন তিনি। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের ভিডিও রিটুুইট করেন তিনি। তার কয়েক ঘণ্টা পর রবিবার সকালে মৃত্যু হয় তাঁর।

হাসপাতালের অধিকর্তা রাধাকৃষ্ণন ধীমান জানিয়েছেন, ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় মন্ত্রীর স্বাস্থ্যের অবনতি হয়। তাঁকে জীবনদায়ী সহায়তায় রাখা হয়েছিল। চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও রবিবার তাঁর মৃত্যু হয়।

কমলা রানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী বলেন, ক্যাবিনেট মন্ত্রী কমলা রানি বরুণের পরিবারকে গভীরভাবে সমবেদনা জানাচ্ছি। উনি অত্যন্ত জনপ্রিয় নেত্রী এবং সমাজকর্মী ছিলেন। মন্ত্রিসভার সদস্য হিসেবে উনি দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন।