Friday, May 3, 2024
দেশ

নিজের সঞ্চয় ও উপহার বিক্রি করে এখনও পর্যন্ত ১০৩ কোটি টাকা দান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: নিজের সঞ্চয় ও উপহারে পাওয়া সামগ্রী বিক্রি করে প্রায় ১০৩ কোটি টাকা এখনও পর্যন্ত বিভিন্ন জনকল্যাণ প্রকল্পে দান করেছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া করোনা মোকাবিলায় তাঁর তৈরি ‘পিএম কেয়ারস’ ফান্ডে সবার প্রথম তিনিই ২ লাখ ২৫ হাজার টাকা দান করেছিলেন। প্রধানমন্ত্রীর দফতর এমনটাই জানিয়েছে।

২০১৯ সালে কুম্ভ মেলায় সুরক্ষাকর্মীদের জন্য বানানো ফান্ডে নিজের সঞ্চয় থেকে ২১ লাখ টাকা দান করেছিলেন প্রধানমন্ত্রী। দক্ষিণ কোরিয়ার দেওয়া সোল পিস পুরস্কার থেকে প্রাপ্ত ১.৩ কোটি টাকা সাফাই গঙ্গা অভিযানের জন্য দান করেন নমো। এছাড়া উপহারে পাওয়া সামগ্রী নিলাম করে ৩.৪০ কোটি টাকা নমামি গঙ্গা প্রকল্পে দান করেন।

২০১৫ সালে উপহার সামগ্রী নিলাম করেন নমো। সুরাটে হওয়া এই নিলামে সব মিলিয়ে ৮ কোটি ৩৫ লাখ টাকা পাওয়া যায়। পুরো টাকাটাই নমামি গঙ্গা অভিযানে দান করেছিলেন তিনি।

গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের কার্যকাল শেষ হওয়ার পর গুজরাট সরকারের কর্মচারীদের কন্যা সন্তানদের পড়াশোনার জন্য ২১ লাখ টাকা দান করেন নমো। মুখ্যমন্ত্রী থাকাকালীনও উপহারে পাওয়া সমস্ত সামগ্রী নিলাম করেন মোদী। সেখান থেকে পাওয়া প্রায় ৯০ কোটি টাকা কন্যা কেলাবনি ফান্ডে দান করেন। ওই টাকা কন্যা সন্তানদের পড়াশোনার জন্য খরচ করা হয়। সব মিলিয়ে জনস্বার্থে নিজের সঞ্চয়ের অধিকাংশই দান করেছেন মোদী।