রাশিয়ার সঙ্গে AK-47 203 রাইফেল উত্পাদনের চুক্তি চূড়ান্ত করল ভারত
মস্কো: লাদাখ সীমান্ত নিয়ে ভারত-চিনের মধ্যে সীমান্ত উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই আবহেই তিন দিনের রাশিয়া সফরে গিয়ে AK-47 203 রাইফেল উত্পাদন নিয়ে চুক্তি চূড়ান্ত করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই চুক্তি অনুযায়ী, ভারতেই AK-47 203 রাইফেল তৈরি করা হবে।
উল্লেখ্য, রাজনাথ সিংয়ের এবারের রাশিয়া সফরের অন্যতম উদ্দেশ্যই ছিল এই চুক্তিটি চূড়ান্ত করা। AK-47 203 রাইফেল হল AK-47 রাইফেলের সর্বশেষ এবং সর্বাধুনিক সংস্করণ। ভারতীয় সেনার হাতে ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টেম (INSAS), ইনসাস ৫.৫৬x৪৫ এমএম অ্যাসল্ট রাইফেলের পরিবর্তে অত্যাধুনিক AK-47 203 রাইফেল তুলে দেওয়া হবে।
চুক্তি অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর জন্য ৭,৭০,০০০ AK-47 203 রাইফেল তৈরি করা হবে। দেশের তিন বাহিনীতে ব্যবহৃত ইনসাস রাইফেলের জায়গা নেবে এই AK-47 203 রাইফেল। জানা গিয়েছে, এই ৭,৭০,০০০ AK-47 203 রাইফেলের মধ্যে ১ লাখ রাইফেল রাশিয়া থেকে আমদানি করা হবে। বাকি রাইফেলগুলি ভারতেই তৈরি হবে।
মেক-ইন-ইন্ডিয়া উদ্যোগের আওতায় এই AK-47 203 রাইফেল তৈরি হবে ভারতের অস্ত্র কারখানায়। রাশিয়ার তরফে জেনারেল শয়েগু বলেন, ‘মেক-ইন-ইন্ডিয়া’ কর্মসূচি সফল করতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ককে আরও জোরদার করতে একাধিক চুক্তি নিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও আলাদা করে বৈঠক করেন রাজনাথ সিং।


