Monday, November 17, 2025
দেশ

PUBG ব্যান করায় দু’দিনেই চিনের লোকসান ৩৪ বিলিয়ন ডলার

বেইজিং: বুধবার চিনের বিরুদ্ধে ফের ডিজিটাল স্ট্রাইক চালালো ভারত। দেশে নিষিদ্ধ করা হল অনলাইন গেম পাবজি। একইসঙ্গে ব্যান করা হয়েছে আরও ১১৮টি চিনা অ্যাপ। এর আগে দু’দফায় ১৫০টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্রের মোদী সরকার।

পাবজি ভারতে নিষিদ্ধ করায় চিনের প্রথম দিনে ক্ষতির পরিমাণ ১৪০০ কোটি ডলার। প্রথম দিনে শেয়ারের দর পড়েছে ২ শতাংশ। দ্বিতীয় দিন শেয়ারের দর পড়েছে ৩ শতাংশ। সবমিলিয়ে গত দুই দিনে পাবজির মালিক চিনের টেনসেন্টের বাজারমূল্য প্রায় ৩৪ বিলিয়ন ডলার পড়ে গিয়েছে।

উল্লেখ্য, পাবজির ২৪ শতাংশ ব্যবহারকারী ছিল ভারতীয়। ভারতে প্রায় ৩ কোটি ৩০ লাখ PUBG ব্যবহারকারী ছিলেন৷ যার ফলে বিরাট ধাক্কা খেল টেনসেন্ট। ভারত সরকার দেশের তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ- ধারায় পাবজি-সহ ১১৮টি চিনা অ্যাপ দেশে নিষিদ্ধ করেছে। তথ্য প্রযুক্তি বিবৃতিতে বলেছে, PUBG-সহ ১১৮টি অ্যাপ ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা ও নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক। তাই এগুলি ব্যান করা হল।

টেনসেন্ট জানিয়েছে, আমরা ব্যবহারকারীদের গোপনীয়তা এবং ডেটা সুরক্ষাকে গুরুত্ব দিই। আমরা ডেটা সুরক্ষা আইন মেনে চলি। আমরা আমাদের ভারতীয় কর্তৃপক্ষকে ব্যবহারকারীর ডেটা সুরক্ষার ক্ষেত্রে আমাদের নীতি সম্পর্কে অভিহিত করতে চাই। আশা করছি বিষয়টি পুনরায় বিবেচনা করে দেখা হবে। ভারত সরকারের সাথে কথা বলার প্রত্যাশায় রয়েছি আমরা।

এদিকে, ভারতের এই সিদ্ধান্তের প্রতিবাদে চিনের বানিজ্যমন্ত্রক বলেছে, ভারতের এই পদক্ষেপ চিনা বিনিয়োগকারীদের স্বার্থে আঘাত। তাই ভুল শুধরে নিক ভারত।