Saturday, May 18, 2024
দেশ

নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার নতুন সংসদ ভবনের (New Parliament Building) শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla), রতন টাটা (Ratan Tata) এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। নতুন ভবনটি ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্যে একটি পদক্ষেপ এবং স্বাধীনতার পর প্রথমবার জনগণের সংসদ গঠনের এক যুগান্তকারী সুযোগ হবে বলে প্রধানমন্ত্রীর অফিসের তরফে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর অফিসের তরফে আরও বলা হয়েছে, নতুন সংসদ ভবনটি আধুনিক, সুরক্ষার সুবিধা-সহ বর্তমান সংসদ সংলগ্ন ত্রিভুজাকার আকৃতির একটি বিল্ডিং হিসেবে নির্মিত হবে। ৬৪,৫০০ বর্গমিটারের নতুন ভবন নির্মাণের জন্য খরচ পড়ছে প্রায় ৯৭১ কোটি টাকা।

ত্রিভুজাকৃতি সংসদ ভবনের নকশা

টাটা প্রজেক্টস লিমিটেড গোটা প্রকল্প রূপায়নের জন্য বরাত পেয়েছে। নতুন সংসদ ভবনের নকশা প্রস্তুত করেছে এইচসিপি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। ইতিমধ্যেই ত্রিভুজাকৃতি সংসদ ভবনের নকশাও সামনে এসেছে।

কবে শেষ হবে কাজ ?

২০২২ সালে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের আগেই এই প্রকল্পের কাজ শেষ করতে চাইছে কেন্দ্র। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে নতুন সংসদ ভবন নির্মাণের বিরোধিতা করে একাধিক আবেদন জমা পড়েছে। স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলার শুনানি করে সুপ্রিম কোর্ট। শুনানিতে ভূমিপূজার অনুমতি মিললেও নির্মাণকাজে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে আদালত।