Sunday, May 5, 2024
রাজ্য​

ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার কনভয়ে হামলা, রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক

ডায়মন্ড হারবার: আজ, বৃহস্পতিবার অভিষেকের গড় ডায়মন্ড হারবারে (Diamond Harbour) বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) সভা ঘিরে তুলকালাম পরিস্থিতি। জেপি নাড্ডা এবং কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে হামলা। ভাঙচুর চালানো হয়েছে মুকুল রায়ের গাড়িতেও। হাতে চোট পেয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। এছাড়া আহত হয়েছেন বিজেপির ডায়মন্ড হারবার টাউন সভাপতি সুরজিত্‍ হালদার সহ ২ জন। মিডিয়ার গাড়ির কাচও রেহাই পায়নি হামলার হাত থেকে।

হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠিতে বিস্তারিত জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। চিঠিতে দিলীপ ঘোষ লিখেছেন, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নিরাপত্তায় ছিল গাফিলতি। লাঠি-বাঁশ নিয়ে ২০০ জন দুষ্কৃতী এসেছিল হেস্টিংসের কার্যালয়ে। পুলিশ দুষ্কৃতীদের আটকায়নি

চিঠি পেয়েই নড়েচড়ে বসেছে কেন্দ্রও। জানা গিয়েছে, কেন্দ্রের তরফে গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য সরকারের কাছে। এই হামলার নেপথ্যে রয়েছে তৃণমূলের একটি সভা, সভায় ছিলেন শওকত মোল্লা-সহ একাধিক তৃণমূল নেতা। একদিনের নোটিশেই শিরাকোলে তৃণমূলের মিছিলে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক জড়ো হন। জেপি নাড্ডা ও রাকেশ সিংয়ের গা়ড়ি আসতেই হামলা চালানো হয়।

এই হামলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ডায়মন্ড হারবারকে তৃণমূল শেষ কেল্লা বলে মনে করছে। এমন ভাব করছে যেন, বিজেপি ঢুকলে সরকার পড়ে যাবে। তাই সর্বশক্তি দিয়ে দুষ্কৃতি ও সমাজবিরোধীদের একত্রিত করছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। এরাজ্যে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না।

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের অভিযোগ, সারা বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে। সরকার একটা নামেই আছে। একদলীয় সরকার।