Monday, May 20, 2024
দেশ

সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিগত বছরগুলোর মতো এ বছরও সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নওশেরা সেক্টর এবং নিয়ন্ত্রণ রেখার নিকট জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করবেন মোদী।

তবে এবারই প্রথম নয়, এর আগে ২০১৯ সালে রাজৌরিতে সেনা ও জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উৎসবের দিনগুলিতেও নিজেদের পরিবার পরিজনদের ছেড়ে দেশমাতৃকাকে রক্ষা করতে কর্তব্যে অবিচল। সেনা বাহিনীর মনোবল বাড়াবে তাই প্রতি বছরই দীপাবলির আনন্দ জওয়ানদের সঙ্গে উদযাপন করেন নরেন্দ্র মোদী। দীপাবলিতে প্রধানমন্ত্রীকে তাঁদের সঙ্গে পাওয়া বড় পাওনা জওয়ানদের।

এদিকে, প্রধানমন্ত্রীর রাজৌরিতে পা রাখার আগে বুধবারই সেখানে পৌঁছে গিয়েছেন সেনাপ্রধান এমএম নারাভানে। দু’দিনের এই সফরে নারাভানে সীমান্ত পরিস্থিতি নিয়ে সেনাকর্তাদের সঙ্গে দফায়-দফায় বৈঠক করে চলেছেন।

বৃহস্পতিবার দীপাবলি উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “দীপাবলির শুভ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা। আমি কামনা করছি যে আলোর এই উৎসব আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসুক। সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাই।”

উল্লেখ্য, ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রতিবছরই সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন নরেন্দ্র মোদী।