Wednesday, May 15, 2024
রাজ্য​

আজ হলদিয়ায় ৪,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হলদিয়া: আজ রবিবার হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ায় একটি গ্যাস প্রকল্প, উড়ালপুল-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। বাংলায় টুইট করে এই খবর জানিয়েছেন তিনি। হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়ামের একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলির জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ প্রায় ৪,০০০ কোটি টাকা।

টুইটে তিনি লিখেছেন, হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাস করা হবে।একই সঙ্গে ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলটির উদ্বোধন করা হবে।

আরেক টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, রবিবার সন্ধ্যায়, আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি অনুষ্ঠানে, বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি (LPG import terminal) জাতির উদ্দেশে উৎসর্গ করবো। একই সঙ্গে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি – দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিভাগ জাতির উদ্দেশে উৎসর্গ করবো।

প্রথমে জানা গিয়েছিল, হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন নমো। তবে জানা গিয়েছে, একটি দলীয় কর্মসূচিতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। শুভেন্দু অধিকারী হাজির থাকবেন সেই সভায়। হলদিয়ায় হেলিপ্যাড মাঠে হবে সেই সভা। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটাই প্রধানমন্ত্রীর প্রথম রাজনৈতিক সভা। যা নিয়ে রাজ্য বিজেপির কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে।