এক নজরে দেখে নিন রাজ্যে মোদীর সফরসূচি
কলকাতা: গত ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আজ, রবিবার হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এক নজরে দেখে নিন প্রধানমন্ত্রীর সফরসূচি:
- বিকাল ৩ টা ১০ মিনিট নাগাদ কলকাতা বিমান বন্দরে পৌঁছবে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে হেলিকপ্টারে করে যাবেন হলদিয়া।
- বিকাল ৪ টায় হেলিপ্যাড গ্রাউন্ডে রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী। সেই সভায় উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।
- বিকেল ৪ টা ৫০ মিনিট নাগাদ পেট্রোলিয়ামমন্ত্রকের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন নমো।
- তারপর বিপিসিএল-এর এলপিজি টার্মিনাল, ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসলাইন, রানিচকের রেল ওভারব্রিজের উদ্বোধন করবেন।
- সন্ধ্যায় কলকাতা ফিরবেন এবং রাতের মধ্যে দিল্লিতে ফিরবেন প্রধানমন্ত্রী।
এদিকে, প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে তিনি থাকছেন না। শনিবার প্রধানমন্ত্রীর দফতরকে রাজ্যের তরফে একথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী কেন থাকছেন না সে বিষয়ে কিছু জানানো হয়নি।
নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে শেষবার একমঞ্চে দেখা হয়েছিল প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে। যেখানে মমতা বক্তব্য রাখতে উঠতেই উঠেছিল ‘জয় শ্রী রাম’ স্লোগান। এতে ক্ষুব্ধ হয়ে ভাষণ বয়কট করেন মমতা।


