Tuesday, November 18, 2025
রাজ্য​

আজ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী

হলদিয়া: রবিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দলীয় কোনও কর্মসূচিতে নয়, হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে জানা গিয়েছে, হলদিয়ায় প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে থাকছেন না তৃণমূল নেত্রী। শনিবার প্রধানমন্ত্রীর দফতরকে রাজ্য সরকার একথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে থাকছেন না, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে মধ্যেই ছন্দপতন ঘটে। মুখ্যমন্ত্রী মঞ্চে উঠতেই শোনা যায় ‘জয় শ্রী রাম’ স্লোগান। প্রতিবাদে নিজের বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কম জলঘোলা হয়নি। মনে করা হচ্ছে সেই ঘটনার জেরেই হয়তো আজকের অনুষ্ঠানে থাকছেন না তৃণমূল নেত্রী।

জানা গিয়েছে, আজ হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়ামের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলির জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ প্রায় ৪,০০০ কোটি টাকা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীরও। তাঁর বিজেপিতে যোগদান নিয়েও জল্পনা তুঙ্গে উঠেছে।

এদিকে, শনিবারই বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, রবিবার সন্ধ্যায়, আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি অনুষ্ঠানে, বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করবো। একই সঙ্গে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি – দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিভাগ জাতির উদ্দেশে উৎসর্গ করবো।