Thursday, May 16, 2024
দেশ

কোভাক্সিনের দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: ভারত বায়োটেকের করোনার প্রতিষেধক কোভাক্সিনের (Covaxin) দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (AIIMS) করোনা টিকার দ্বিতীয় দফার ডোজ নিয়েছেন নমো। এর আগে গত ১ মার্চ ভারত বায়োটেকের কোভাক্সিনের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এদিন তাঁকে ভ্যাকসিন দিয়েছেন দু’জন নার্স, পণ্ডিচেরির পি. নিভেদা এবং পাঞ্জাবের নিশা শর্মা। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। টিকা নেওয়ার ছবিসহ টুইট করে তিনি বলেছেন, আমি করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছি। ভাইরাসকে পরাস্ত করার জন্য, টিকাকরণই একটি উপায়।

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, করোনাকে দমন করার জন্য একমাত্র পথ ভ্যাকসিন। আপনি যদি ভ্যাকসিন নেওয়ার শর্ত মেনে উপযুক্ত হন। তাহলে দেরি না করে এখনই ভ্যাকসিন নিয়ে নিন। রেজিস্টার করুন http://CoWin.gov.in লিঙ্কে।

এদিকে, প্রধানমন্ত্রীকে টিকা দিতে পেরে ভীষণ খুশি পাঞ্জাবের নার্স নিশা শর্মা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে কোভাক্সিন টিকার দ্বিতীয় ডোজ দিয়েছি আমি। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং তাঁকে টিকা দেওয়া আমার কাছে স্মরণীয় মুহূর্ত।

পুদুচেরির নার্স পি নিভেদা বলেছেন, প্রধানমন্ত্রীকে কোভ্যাক্সিনের প্রথম ডোজ দিয়েছিলাম আমি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ফের সুযোগ পেলাম। আমি ভীষণ আনন্দিত। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন, তাঁর সঙ্গে ছবিও তুলেছি।