বেহালায় রোড শোয়ের অনুমতি পেলেন না মিঠুন চক্রবর্তী
বেহালা: অনুমতি না মেলায় বাতিল হয়ে গেল বেহালায় বিজেপির তারকা প্রার্থী মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) রোড শো। তবে শুধু রোড শো নয়. বিজেপির আবেদন করা ‘ডোর টু ডোর’ প্রচার কর্মসূচিরও অনুমতি মেলেনি বলে অভিযোগ। এদিকে, মিঠুনের রোড শোয়ের অনুমতি না মেলার ঘটনায় ইতিমধ্য়েই উত্তেজনা ছড়িয়েছে পর্ণশ্রী থানা এলাকায়।
বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জির (Srabanti Chatterjee) নেতৃত্বে পর্ণশ্রী থানার সামনে জমায়েত করেছেন বিজেপি কর্মীরা। থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি সমর্থকরা। শ্রাবন্তী মিঠুন চক্রবর্তীর রোড শোয়ের অনুমতি না মেলার জন্য সরাসরি তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন।
শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ভয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। তাই এভাবে আটকাচ্ছে। কিন্তু এভাবে বিজেপিকে আটকে রাখতে পারবে না।
বৃহস্পতিবার বেহালা পূর্ব ও বেহালা পশ্চিমের দলীয় প্রার্থী পায়েল সরকার (Payel Sarkar) ও শ্রাবন্তী চ্যাটার্জির সমর্থনে বেহালায় রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। এদিকে, বিজেপি সূত্রে জানা গিয়েছে, অনুমতি না মেলায় রোড শো করবেন না বলে জানিয়েছেন মিঠুন চক্রবর্তী।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

