Thursday, September 19, 2024
দেশ

বাংলাদেশ-পাকিস্তানে বহু মা রয়েছেন যারা অত্যাচারিত, তাদের পাশে দাঁড়াব: মোদী

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাসে এসে বাজেট নিয়ে বিরোধীদের তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নাগরিকত্ব বিল (সংশোধনী) নিয়েও সরব হলেন প্রধানমন্ত্রী।

এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান, আফগানিস্থান, বাংলাদেশে এমন বহু মা রয়েছেন যাদের ওপরে অত্যাচার হয়েছে। এই যন্ত্রণা কেউই খেয়াল করেননি। আমরা প্রতিজ্ঞা করেছি নাগরিকত্ব বিলে (১৯৫৫) সংশোধন আনব। এই আইনের মাধ্যমে সেইসব মানুষদের পাশে আমরা দাঁড়াব যারা একদিন ভারতেই অংশ ছিলেন। ১৯৪৭ সালে এরা পরিস্থিতির চাপে পড়ে আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। এখন তাদের ওপরে যদি অত্যাচার হয় তাহলে তাদের পাশ দাঁড়ানো জরুরি।

উল্লেখ্য, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে বেশকিছু সংশোধন আনা হচ্ছে ওই বিলে। ২০১৪ পর্যন্ত আফগানিস্থান, পাকিস্তান, বাংলাদেশের যেসব শিখ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পার্সি, জৈন এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রীর দাবি, এই বিল কারও পক্ষে নয়। অতীতে যেসব মানুষের ওপরে অন্যায় হয়েছে তাঁদের জন্যই এই বিল।

প্রসঙ্গত, উত্তরপূর্বের রাজ্যগুলিতে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ক্ষোভ দানা বাধছে। অসমে এনিয়ে একদিন কালাদিবস পালন করেছে রাজ্যের ৩০ সংগঠন।