নিউজিল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জয় ভারতের
ওয়েলিংটন: প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এরপর চতুর্থ ম্যাচে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল টিম ইন্ডিয়া। তবে সিরিজের শেষ ম্যাচ জিতে নিউজিল্যান্ডের মাটিতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। ওয়েলিংটনে পঞ্চম তথা সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৫ রানে পরাজিত করল ভারত।
রবিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। এদিন শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। দুই ওপেনার রোহিত শর্মা(২), শিখর ধাওয়ানের(৬) পাশাপাশি ব্যর্থ হন শুভমান গিলও(৭)। ১ রানে আউট হন ধোনি। এরপর ভারতের ইনিংসের হাল ধরেন আম্বাতি রাইডু এবং বিজয় শঙ্কর। ৯৮ রানের অনবদ্য জুটি গড়েন দু’জনে। ৪৫ রানে বিজয় আউট হলেও কেদার যাদব(৩৪) হার্দিক পাণ্ডিয়ার ২২ বলে ৪৫ ভারতকে ২৫০ এর গণ্ডি টপকাতে সাহায্য করেন। ২৫২ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের হয়ে ম্যাচ হেনটি ৪টি এবং ট্রেন্ট বোল্ট ৩টি উইকেট নেন।
Game Over! #TeamIndia clinch the final ODI by 35 runs and wrap the series 4-1 #NZvIND ???? pic.twitter.com/2cRTTnS8Ss
— BCCI (@BCCI) 3 February 2019
২৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ৪৪ রানে নিশমের রান আউট করলেন মহেন্দ্র সিং ধোনি সেটাই ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। জিমি নিশমই দলের হয়ে সর্বোচ্চ রান করেন ৪৪। এছাড়া কলিন মুনরো(২৪), কেন উইলিয়ামসন(৩৯), টম ল্যাথামরা(৩৭) রান করেও শেষ রক্ষা হয়নি। ৪৪.১ ওভারেই ২১৭ রানে শেষ কিউইদের ইনিংস। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন হার্দিক ও শামি। ৩টি উইকেট নেন চাহল।