Thursday, May 2, 2024
রাজ্য​

বাংলায় বজ্রাঘাতে মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে কেন্দ্র: মোদী

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে বজ্রাঘাতে (Lightning Death) হতাহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। টুইটে বাংলায় তিনি লেখেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। পাশাপাশি, বজ্রাঘাতে নিহতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করলেন তিনি।

সোমবার টুইট  করে প্রধানমন্ত্রীর দফতর (PMO) জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে দু- লাখ টাকা ক্ষতিপূরণ দানের অনুমোদন দিয়েছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

বজ্রঘাতে নিহতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রঘাতের জেরে জীবনহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রিয়জনকে হারানো সেই পরিবারবর্গে প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের বজ্রাঘাতে নিহতদের দু লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। বুধবার এবং বৃহস্পতিবার বজ্রপাতে মৃতদের বাড়িতে দেখা করতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিকালে বজ্রাঘাতে রাজ্যের বিভিন্ন জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন। এর মধ্যে হুগলিতে ১১ জন। রঘুনাথগঞ্জের নওদা গ্রামে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৮ জন। এছাড়া মুর্শিদাবাদে ৯ জন, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় দু’জন, নদিয়ায় ১ জন এবং রাজ্যের বিভিন্ন জায়গায় ৪ জনের মৃত্যু হয়েছে।