Monday, July 22, 2024
সিরিয়াল

চুপিসাড়ে আংটি বদল করলেন প্রিয়াঙ্কা চক্রবর্তী, পাত্র কে?

কলকাতা: করোনা পরিস্থিতিতে চুপিসাড়েই আংটি বদল সারলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চক্রবর্তী খোলামেলা প্রেম করেছিলেন কয়েক বছর এবার চুপিসারে নিজেদের এনগেজমেন্ট সেরে ফেললেন সিদ্ধার্থ-প্রিয়াঙ্কা। অভিনেত্রীর হোমটাউন কল্যাণীতে দুই পরিবার আর বন্ধুদের মাঝে হলো তাদের এই আংটি বদল। অনুষ্ঠান খুব জমজমাট না হলেও অনুষ্ঠানে এসেছিলেন অনেকেই।

প্রিয়াঙ্কাকে দেখা যায় স্টার জলসার ধারাবাহিক সিরিয়াল ‘ওগো নিরুপমা’ আর সাজের ‘বাতি’ সিরিয়ালে শুধু ‘ওগো নিরুপমা’ বা ‘সাজের বাতি’ সিরিয়া তাকে দেখা যায়নি দেখা গিয়েছে আরও অনেক ধারাবাহিক সিরিয়ালের গুরুত্বপূর্ণ চরিত্রে

 

View this post on Instagram

 

A post shared by Priyanka Chakraborty (@priyankachakraborty0077)


অভিনেত্রী এতটাই চুপিসারে তার আংটি বদল অনুষ্ঠান সেরে ফেললেন কেউ জানতেই পারেনি মঙ্গলবার বিকেলে প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে পোস্ট করেন তাদের আংটি বদলের ফটো সেই ফটো দেখে অনুরাগীরা তাকে অভিনন্দন জানান ঝড়ের মতো ছড়িয়ে পড়ে তাদের আন্টি বদলের ছবি

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা লিখেছেন, সিদ্ধার্থ সান্যালের সাথে এনগেজড হলাম। ছবিতে দেখা যাচ্ছে, দুজনেই ঠিক দুধে আলতা রঙের ম্যাচিং করা। প্রিয়াঙ্কা পরেছেন লেহেঙ্গা। আর সিদ্ধার্থ পাঞ্জাবি ভারী কানের দুল আর ভারী গয়নায় সেজেছেন প্রিয়াঙ্কা। হাতে তাদের এনগেজমেন্টের আংটি। সাঁঝের বাতির চারু তথা দেবচন্দ্রিমা লিখেছেন, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের।