চাঁদে বিক্রমের ল্যান্ডিং পয়েন্টের নামকরণ করা হলো ‘শিবশক্তি’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিহাস গড়ে পৃথিবীর চতুর্থ দেশ হিসেবে চাঁদে এবং পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে ভারতের চন্দ্রযান ৩। চাঁদে বিক্রমের ল্যান্ডিং পয়েন্টের নামকরণ করা হলো ‘শিবশক্তি’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নামকরণ করেছেন।
শনিবার গ্রিস থেকে ফিরেই বেঙ্গালুরুতে ইসরো কার্যালয়ে পৌঁছে যান মোদী। চন্দ্রযান ৩ এর সাফল্যের জন্য বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি, ২৩ আগস্ট দিনটিকে স্মরনীয় করে রাখতে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন তিনি।
মোদী বলেন, চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম যেখানে অবতরণ করেছিল সেই জায়গার নাম রাখা হলো ‘শিবশক্তি’। আর চন্দ্রযান ২ এর ল্যান্ডার যেখান আছড়ে পড়েছিল সেখানকার নামকরণ করা হলো ‘তিরঙ্গা পয়েন্ট’।
মোদী বলেন, ‘আমি ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানাই। গোটা দেশকে তাঁরা গর্বিত করেছেন। আমাদের আগে কোন দেশ চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছতে পারেনি। এটাই আজকের ভারত। এই ভারত যে নতুন চিন্তা করে। বিশ্বে আলো ছড়ায়। এই ভারত বিশ্বের সমস্যার সমাধান দেবে।’