Thursday, December 12, 2024
দেশ

পাটনায় জোট গঠন, বেঙ্গালুরুতে নামকরণ, এবার মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের লোগো ঠিক হবে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আসন্ন লোকসভা ভোটে বিজেপিকে রুখতে ২৮টি বিজেপি দল মিলে ইন্ডিয়া জোট গঠন করেছে। জোট গঠনের আগে বিহারের রাজধানী পাটনায় প্রথমবার বৈঠকে বসেছিল বিরোধী দলগুলি। এরপর বেঙ্গালুরুতে ঠিক হয়েছিল জোটের নাম – I.N.D.IA. এবার বাণিজ্যনগরী মুম্বাইয়ে INDIA জোটের লোগো ঠিক হবে খবর। 

জানা গেছে, ৩১ আগস্ট মুম্বাইয়ে বৈঠকে বসতে চলেছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, আরজেডি, জেডি (ইউ) সহ বিজেপি বিরোধী মোট ২৮টি দল। এই বৈঠকেই জোটের লোগো ঠিক করা হবে। ২০২৪ লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলির প্রতীক এক হচ্ছে না। তবে ইন্ডিয়া জোটের লোগো এক হচ্ছে।

জানা গেছে, মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে ৫টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ৮০ জন নেতা উপস্থিত থাকবেন।