Wednesday, May 15, 2024
দেশ

ভারতীয় সেনার হাতে অর্জুন ট্যাঙ্ক তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত গড়ায় নতুন অধ্যায় শুরু হল। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ১১৮টি অর্জুন মার্ক A1 অত্যাধুনিক ট্যাঙ্ক (Arjun Mark1A) ভারতীয় সেনার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ১৪ ফেব্রুয়ারি একাধিক সরকারি কর্মসূচি নিয়ে তামিলনাড়ু ও কেরলে সফরে গিয়ে এই ট্যাঙ্ক ভারতীয় সেনার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী ৷ ৮৪০০ কোটি টাকা ব্যয় তৈরি এই ট্যাঙ্ক স্থলভাগের সম্মুখ সমরে যুদ্ধ করতে পারবে। যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাকে এগিয়ে রাখবে।

এছাড়া এদিন আরও কয়েকটি পরিকল্পনার উদ্বোধন এবং শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কার্যালয়ের তরফে বিবৃতিতে বলা হয়, চেন্নাই মেট্রো এবং কেরলে পেট্রোকেমিক্যাল প্রোজেক্টের উদ্বোধন-সহ একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

ট্যাঙ্ক হস্তান্তরের সময় মোদী বলেন, তামিলনাড়ু ইতিমধ্যেই ভারতের অটোমোবাইল প্রস্তুতকারক হাব হয়ে উঠেছে। এখন এই রাজ্য ট্যাঙ্ক তৈরি হাবও হয়ে উঠছে। দু’টি ডিফেন্স করিডোরের মধ্যে তামিলনাড়ু একটি। আজ আমি গর্বের সঙ্গে আরও এক যোদ্ধাকে দেশের জন্য উৎসর্গ করছি। যা সীমান্তকে রক্ষা করবে।

প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে আজ এক বিশেষ দিন। অর্জুন ট্যাঙ্ক সেনার হাতে তুলে দিলাম। এই ট্যাঙ্ক সীমান্তে ভারতীয় আধিপত্য রক্ষা করবে। এটা ভারতের একতা দর্শনের ছবি।

উল্লেখ্য, অর্জুন ট্যাঙ্কের নকশা এবং তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research and Development Organisation সংক্ষেপে DRDO। ইতিমধ্যেই ভারতের কাছে ১২৪টি প্রথম ব্যাচের অর্জুন রয়েছে। সেগুলি পশ্চিম মরুভূমি ও পাকিস্তান সীমান্তে মোতায়েন রয়েছে।