Saturday, June 21, 2025
Latestদেশ

আপনার পরিশ্রমই বিজেপিকে সংগঠিত করেছে, আডবাণীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা মোদীর

নয়াদিল্লি: আজ বিজেপির সব থেকে কঠিন সময়ের সভাপতি, রাজনীতির ‘লৌহপুরুষ’ লালকৃষ্ণ আডবাণীর জন্মদিন। বিজেপির প্রবীণ নেতার জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। আডবাণীকে ‘জ্ঞানী, দেশপ্রেমী ও দেশের সবচেয়ে সম্মানিত নেতা’ বলে অভিহিত করেছেন নমো।

প্রধানমন্ত্রী প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীকে ভারতের রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব বলে অভিহিত করেছেন এবং ভারতীয় রাজনীতিতে বিজেপির উত্থানের নেপথ্যেও তাঁর কৃতিত্বের কথা তুলে ধরেছেন। আডবাণীর ৯২তম জন্মদিনের শুভেচ্ছাবার্তায় টুইটে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, আডবাণীজির কাছে জনসেবা সবসময় মূল্যবোধের সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িত ছিল। তিনি আদর্শের সঙ্গে কখনওই আপোষ করেননি। দেশের গণতন্ত্রকে রক্ষা করার বিষয়টি এলে তিনিই সবার শীর্ষে ছিলেন। একজন মন্ত্রী হিসাবে তাঁর প্রশাসনিক দক্ষতা সর্বজনীনস্তরে প্রশংসিত হয়েছে।


মোদী টুইটে লেখেন, বহু যুগ ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি বিজেপির শক্তি বৃদ্ধি করেছেন। নমো বলেন, বহু বছর ধরে ভারতীয় রাজনীতিতে বিজেপি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আডবাণীজির মতো দক্ষ নেতার জন্যই তা সম্ভব হয়েছে।


১৯২৭ সালের ৮ নভেম্বর অবিভক্ত ভারতের করাচিতে জন্মগ্রহণ করেন লালকৃষ্ণ আডবাণী। দেশ ভাগের পরে তাঁর গোটা পরিবারই ভারতে চলে আসে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে সঙ্গে আডবাণীও বিজেপির একজন প্রতিষ্ঠাতা সদস্য। বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে দীর্ঘ মেয়াদে কাজ করেছেন তিনি।

অযোধ্যাতে রাম মন্দির নিয়ে প্রচারের জন্য একসময় রথযাত্রারও আয়োজন করেছিলেন আডবাণী, ১৯৮৪ সালের পর থেকে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক শক্তি হিসাবে বিজেপির উত্থানের নেপথ্যে সিংহভাগ কৃতিত্বই আডবাণীর। দুটি আসনের দল থেকে তিল তিল করে বিজেপিকে বিশ্বের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসাবে তুলে ধরেন আডবাণী।