Tuesday, May 7, 2024
Latestখেলা

আইপিএলে প্রতি ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করার দাবিতে সৌরভকে চিঠি

গান্ধীনগর: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ প্রতিটি ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজানোর আবেদন জানিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাব দলের সহ-কর্ণধার নেস ওয়াদিয়া। সাধারণত আন্তর্জাতিক ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজানো হয়। কিন্তু বিশ্বের অন্যমত সেরা লিগ আইপিএলে সেরমকম কোনও বাধ্যতামূলক নিয়ম নেই। তবে নেস ওয়াদিয়ার দাবি, আইপিএল ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজলে ভারতীয় ক্রিকেটাররা আরও বেশি উজ্জীবিত হবেন।

সংবাদ সংস্থা এএনআই-কে শুক্রবার নেস ওয়াদিয়া জানিয়েছেন, আইপিএলে প্রতি ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজানোটা বাধ্যতামূলক করা উচিৎ। আমি বিসিসিআইয়ের কাছে আবেদন জানিয়েছি। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও চিঠি লিখেছি। সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো হয়। এবার মাঠেও সেরকম হলে ভালো হয়। আইপিএলে প্রতি ম্যাচের আগে জাতীয় সঙ্গীত চললে সমস্যা কোথায়?


উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) এবং প্রো কবাডি লিগে নিয়মিত জাতীয় সঙ্গীত বাজানোর রীতি চালু রয়েছে। ওয়াদিয়ার প্রস্তাব বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।