Saturday, May 18, 2024
দেশ

বড়দিনে কৃষকদের অ্যাকাউন্টে ১৮ হাজার কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: বড়দিনে দেশের ৯ কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৮০০০ কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, তাঁদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী-কিষাণ সম্মান নিধির পরবর্তী কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেন মোদী।

নয়া কৃষি আইনের বিরুদ্ধে গত একমাস ধরে বিক্ষোভ চলছে। তার মধ্যেই এই পদক্ষেপ নিল মোদী সরকার। উল্লেখ্য, ২০১৯ সালে প্রধানমন্ত্রী-কিষাণ স্কিমের প্রথম কিস্তি প্রকাশ করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় কৃষকরা বছরে ৬ হাজার টাকা করে পান। প্রতি চার মাস অন্তর ২ হাজার টাকা করে পান।

কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা যাতে কম সুদের হারে ঋণ পায়, তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছিল অটল বিহারী বাজপেয়ী সরকার। তাঁর ৯৬তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এই দিনেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির একটি কিস্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার।

নয়া কৃষি আইনের পক্ষে সওয়াল করে তাঁর অভিযোগ, দেশের কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। তবে আমি আশ্বাস দিচ্ছি, কৃষকদের থেকে কোনও জমি নেওয়া হবে না। দেশজুড়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।

উল্লেখ্য, নয়াকৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল গোটা দেশ। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর বক্তৃতা যাতে দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছায় তার জন্য বিজেপি নানা ব্যবস্থা করে। দলের অন্যতম সাধারণ সম্পাদক অরুণ সিং, দলীয় কার্যকর্তাদের চিঠি লিখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেহ দিয়েছিলেন। সারাদেশে ১৯ হাজারেরও বেশি জায়গায় কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর ভাষণ শোনার এবং তাঁর সঙ্গে কথোপকথনে অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়।