Monday, November 17, 2025
দেশ

দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: আজ ২৫ ডিসেম্বর, ক্রিসমাস ডে। এই দিনটি খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে নামে পরিচিত। শুধু এই গির্জা নয়, দেশের সব প্রায় সমস্ত রাস্তাঘাটই আজ ফুল, নানা রঙের বেলুন, নকশায় সেজে উঠেছে।

শুক্রবার সকালেই দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে সবাইকে ক্রিসমাসের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। যিশু খ্রিস্টের মহান চিন্তাধারা সবাইকে মনে করার আহ্বান জানান নমো।

টুইটে তিনি বলেন, সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা জানাই। যিশু খ্রিস্টের জীবন ও দর্শন গোটা বিশ্বের কোটি কোটি মানুষকে শক্তি জোগায়। তা সকলের কাছে অনুপ্রেরণা। দয়া ও সমবেদনার মূর্ত প্রতীক ছিলেন তিনি।

পাশাপাশি, সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গাঁন্ধীও। টুইটে তিনি লেখেন, সকলকে বড়দিনের শুভেচ্ছা। এই উৎসব সকলের বাড়িতে আর মনে শান্তি ও সম্প্রীতি বয়ে আনুক।

শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটে তিনি লেখেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমার সমস্ত ভাইবোনদের বড়দিনের শুভেচ্ছা জানাই। বাংলায় আমরা বড়দিন-সহ সমস্ত উৎসব দারুণ ভাবে পালন করি। পার্ক স্ট্রিট এবং অন্যান্য অনেক স্থানে উৎসব উদযাপন করতে পারেন। শান্তি ও আনন্দের বার্তা ছড়িয়ে দিন।