বড়দিনে পিএম-কিষানের টাকা থেকে বঞ্চিত হলেন বাংলার কৃষকরা
নয়াদিল্লি: বড়দিনের উৎসবের দিনই দেশের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, দেশের ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৮ হাজার কোটি টাকা বিলি করলেন তিনি। সুইচ টিপে প্রত্যেকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী। তবে এই টাকা পেলেন না বাংলার কৃষকরা।
পশ্চিমবঙ্গের কোনও কৃষকই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাননি। কেননা পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের তালিকা কেন্দ্রীয় সরকারকে দিতে অস্বীকার করেন। পাশাপাশি, কেন্দ্রের কৃষি নীতির প্রবল বিরোধিতা করে পশ্চিমবঙ্গ সরকার।
এ ব্যাপারৈ রাজ্য বিজেপির সহকারী পর্যবেক্ষক অমিত মালব্যর দাবি, রাজ্যের কৃষকদের এই প্রকল্প থেকে বঞ্চিত করা হয়েছে। টুইটে তিনি বলেন, পিসির ইগোর কারণেই বাংলার কৃষকদের এই দুর্দশা। রাজ্যের ৭২ লাখ কৃষকের মধ্যে ২৩ লাখ কৃষক নিজেরাই তাঁদের নাম নথিভুক্ত করেছিলেন। যদিও তাঁদেরকে স্বীকৃতি দেননি পিসি।
অমিত মালব্যর মতে, এর ফলে রাজ্যের কৃষকদের প্রত্যেকের লোকসান হয়েছে ১৪ হাজার টাকা। এর ফলে রাজ্যের ক্ষতি হয়েছে মোট ৯ হাজার ৮০০ কোটি টাকা। রাজ্যকে আক্রমণ করে তিনি বলেন, রাজ্যের ৫৫ শতাংশ জমি সেচযোগ্য, অথচ নাবার্ডের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ২০১৬-১৭ সালে কৃষকদের আয়ের ভিত্তিতে ২৯টি রাজ্যের মধ্যে বাংলার স্থান ২৪ নম্বরে।


