Thursday, December 12, 2024
দেশ

ফিরছে স্বস্তি, দীপাবলির আগে আরও সস্তা পেট্রোল

নয়াদিল্লি: গত কয়েকমাসে ক্রমশ উর্ধ্বমুখী হয়েছিল পেট্রোল-ডিজেলের দাম। তবে এবার কিছুটা হলেও কমছে জ্বালানির দাম। সপ্তাহের মাঝামাঝি বৃহস্পতিবারও ফের কমল পেট্রোলের দাম। ফলে দীপাবলির আগে কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১৮ পয়সা কমে লিটার প্রতি ৭৯.৩৭ টাকা আর ডিজেল ৭৩.৭৮ টাকা।

মুম্বাইয়ে পেট্রোলের দাম ১৮ পয়সা কমে লিটার প্রতি ৮৪.৮৬ টাকা ও ডিজেলের দাম লিটার পিছু ৭৭.৩২ টাকা ৷ কলকাতায় পেট্রোলের দাম ১৮ পয়সা কমে দাঁড়িয়েছে ৮১.২৫ টাকা প্রতি লিটার ও ডিজেলের দাম লিটার প্রতি ৭৫.৬৩ টাকা। অন্যদিকে চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম কমে হয়েছে ৮২. ৪৬ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৭৮ টাকা।

তবে, পেট্রোলের দামে স্বস্তি ফিরলেও, ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। বিগত মাস খানেকেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই ঊর্ধ্বমুখী ছিল। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের পকেটে টান পড়ছিল। এমতাবস্থায় পরপর বেশ খানিকটা কমল পেট্রোল-ডিজেলের মূল্য। জ্বালানির দাম কমায় কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ।