কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি
শ্রীনগর: জম্মু-কাশ্মীরে জঙ্গি নিধনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের বদগাম জেলার জাগো আরিজাল এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হল দুই জঙ্গি। খতম হওয়া ওই জঙ্গিদের নাম বা পরিচয় কিংবা তারা কোন জঙ্গিগোষ্ঠীর সদস্য, সে ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি। এখনও ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে।
এদিন গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনা। এরপরই গোটা এলাকাটি জুড়ে শুরু হয় তল্লাশি। তখনই সেনার উপর হামলা চালায় জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। এরপরই সেনার গুলিতে নিকেশ হয় ওই দুই জঙ্গি। ঘটনাস্থল থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় এখনও জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলেই অনুমান সেনার। এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান।
Jammu & Kashmir: 2 terrorists have been killed in the encounter which broke out at Zagoo Arizal area of Budgam. The operation has concluded now; Visuals deferred by unspecified time pic.twitter.com/y5iNwUuwCQ
— ANI (@ANI) 1 November 2018
এর আগে গত মঙ্গলবার পুলওয়ামা জেলার ত্রালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির। নিহতদের মধ্যে ছিল জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হারের ভাইপো মহম্মদ উসমান। জয়েশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের তরফে এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়। স্থানীয় একটি সংবাদসংস্থাকে ইমেল করে ওই জঙ্গি সংগঠন এই খবর জানিয়েছে। দ্বিতীয় নিহত জঙ্গির নাম শওকত আহমেদ। সে স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।