Wednesday, May 15, 2024
দেশ

অবশেষে স্বস্তি! ফের কমল জ্বালানির দাম

নয়াদিল্লি: লাগাতার জ্বালানির দামবৃদ্ধি চিন্তা বাড়িয়েছিল দেশবাসীর। এবার জ্বালানির দাম ক্রমশ কমার জেরে খুশির হাওয়া দেশবাসীর মনে। গত ১১ দিন ধরেই ক্রমশ কমছে পেট্রোল ডিজেলের দাম। রবিবার ছুটির দিনেও বেশ কিছুটা কমল জ্বালানির দাম। পেট্রলের দাম লিটার পিছু ৪০ পয়সা ও ডিজেলের দাম লিটার পিছু ৩৩ থেকে ৩৫ পয়সা কমেছে।

রাজধানী দিল্লিতে ৪০ পয়সা কমে প্রতি লিটার পেট্রোলের দাম হল ৮০.০৫ টাকা। ডিজেলের দাম ৩৩ পয়সা কমে প্রতি লিটার ৭৪.০৫ টাকা। দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম কমল ৩৯ পয়সা। প্রতি লিটার পেট্রোলের দাম ৮৫.৫৪ টাকা। অন্যদিকে, ডিজেলের দামও প্রতি লিটার কমল ৩৫ পয়সা। ডিজেলের দাম প্রতি লিটার ৭৭.৬১ টাকা।

দিল্লি এবং মুম্বাইয়ের পাশাপাশি কলকাতাতেও বেশ কিছুটা কমেছে জ্বালানির দাম। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮২.৩১ টাকা। অন্যদিকে, প্রতি লিটার ডিজেলের দাম ছিল ৭৬.২৩ টাকা।

রবিবার কোম্পানিগুলির পেট্রোল ডিজেলের দাম প্রকাশের পর কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলল আমজনতা। কেননা লাগাতার জ্বালানির দাম লাগাতার বৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠেছে দেশবাসীর। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাগাতার বৃদ্ধি এবং মার্কিন ডলারের নিরিখে টাকা মূল্য অবিরাম পতনের জেরে বাড়ছিল জ্বালানির দাম।