Thursday, September 19, 2024
দেশ

বিজেপিতে যোগ দিলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান

তিরুঅনন্তপুরম: ফের পদ্ম শিবিরে যোগ দিলেন একাধিক হেভিওয়েট ব্যক্তি। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) প্রাক্তন চেয়ারম্যান মাধবন নায়ার।

মাধবন নায়ার ছাড়াও এদিন গেরুয়া শিবিরে যোগদান করেন ট্রাভাঙ্কোর বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট এবং কেপিসিসি এগজিকিউটিভ কমিটির সদস্য জি রমন নায়ার, মহিলা কমিশনের প্রাক্তন সদস্য ডঃ প্রমিলা দেবী, জেডিএস ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট কারাকুলাম দিবাকরণ নায়ার এবং মালানকরা চার্চ থেকে থমাস জন। শনিবার রাতে তিরঅনন্তপুরমে হোটেল তাজ বিবন্ততে একটি কনফারেন্সে প্রত্যেককে শাল দিয়ে অভ্যর্ত্থনা জানান অমিত শাহ।

এদিন আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেওয়ার পর মাধবন নায়ার বলেন, তিনি বিজেপির জন্য কাজ করেছেন, তবে শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তাঁকে দলে আমন্ত্রণ জানান। ভারতের উন্নতিতে মোদীর আদর্শে তিনি অনুপ্রাণিত বলেও জানান। আর বিজেপিতে তাঁর যোগদানের এটাই অন্যতম কারণ বলেও স্পষ্ট করেন তিনি।