Sunday, September 15, 2024
দেশ

প্রজাতন্ত্র দিবসে উপস্থিত থাকার আমন্ত্রণ ফেরালেন ট্রাম্প

নয়াদিল্লি: আসন্ন প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে থাকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোদীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গত আগস্ট মাসেই এ আমন্ত্রণ জানানো হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন বলে সম্প্রতি একটি সূত্র দাবি করছে। যদিও ভারত ও আমেরিকার পক্ষ থেকে সরকারিভাবে কেউ এ বিষয় নিয়ে মুখ খুলেনি।

ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক মোদীর বিদেশ নীতির অন্যতম সাফল্য হিসেবে বর্ণিত হত। কিন্তু সেদিন এখন অতীত। ভারত ও আমেরিকার মধ্যে সুসম্পর্ক তো নেইই বরং চলছে ঠাণ্ডা লড়াই। রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি, আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের কাছ থেকে তেল কেনা, এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকার কড়া অবস্থান, একাধিক ইস্যুতে ইদানীং মতবিরোধ দেখা গিয়েছে ইন্দো-মার্কিন রাষ্ট্রপ্রধানদের মধ্যে।

হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ সান্দারস যদিও জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবসে ট্রাম্প যাচ্ছে কিনা এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে হোয়াইট হাউসের অন্য একটি সূত্রের দাবি, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ভারত যাচ্ছেন না ট্রাম্প। এর কারণ হিসেবে বলেন, সেসময় ‘স্টেট অব দ্য ইউনিয়ন অ্যাড্রেস’-এর কর্মসূচি রয়েছে ট্রাম্পের। এসময় আমেরিকার সারা বছরের আয়-ব্যয়ের হিসাব ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মার্কিন সংসদের যৌথ অধিবেশনে পেশ করেন।

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন আগেও জানিয়েছিল যে সমস্ত রাষ্ট্র রাশিয়ার সঙ্গে সামরিক ও নিরাপত্তামূলক চুক্তিতে আবদ্ধ হবে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘোষণার পরেও রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি করে ভারত। এছাড়াও ইরানের সঙ্গে তেল রপ্তানি বন্ধ করার জন্য ৪ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছিল ট্রাম্প সরকার। কিন্তু তাতে সায় দেয়নি দিল্লি। ইরান থেকেই তেল রপ্তানি করছে নয়াদিল্লি।