Saturday, May 18, 2024
দেশ

‘ধর্মের নামে পশু হত্যা বন্ধ হোক’, বলি-কুরবানি নিষিদ্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি পেটার

নয়াদিল্লি: পশু প্রেমী সংগঠন পেটা (PETA) এবার বলি- কুরবানি নিষিদ্ধের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলো। চিঠিতে পেটা লিখেছে, অহিংসার দেশে পশুর ওপর অত্যাচার কখনই সংস্কৃতির অংশ হতে পারে না! শীঘ্রই ধর্মের নামে বলি ও কুরবানী নিষিদ্ধ করা হোক।

পিপল ফর দি এথিকাল ট্রিটমেন্ট ফর অ্যানিম্যাল বা পেটা পশু হত্যা নিষিদ্ধের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে। পেটা চিঠিতে লিখেছে, ধর্মের নামে পশু হত্যা বন্ধ করতে আইন প্রণয়ন করা হোক।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে পেটা ইন্ডিয়ার সম্পাদক মনীলাল বইথিয়াটে লিখেছেন, আমি পেটা ইন্ডিয়ার তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পশুর বিরুদ্ধে নিষ্ঠুরতা আইনের ধারা ৮ বাতিলের দাবি জানাচ্ছি। যাতে ধর্মের নামে পশু হত্যার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। ওই ধারা বাতিল করা হোক। মনীলাল বইথিয়াটের দাবই, পেটার ২০ লাখ সদস্যও ধর্মের নামে পশু হত্যা নিষিদ্ধের পক্ষে।

মনীলাল বইথিয়াটে চিঠিতে আরও লিখেছেন, আর্টিকেল ৫১ (এ) তে সকল পশুর প্রতি সহানুভূতির কথা বলা আছে। অথচ আইনের ধারা ৮ ধর্মের নামে পশু হত্যার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। যা আর্টিকেল ৫১ (এ) এর পরিপন্থী। অহিংসা, ন্যায় ও করুণার দেশে একবিংশ শতাব্দীর এই আধুনিক প্রযুক্তি নির্ভর সময়ে পশুর প্রতি এহেন নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না।

উল্লেখ্য, ২১ জুলাই দেশজুড়ে পালিত হচ্ছে বকরি ঈদ। বকরি ঈদে কুরবানি দেওয়া হয়। কুরবানির অর্থ হলো-নৈকট্য বা সান্নিধ্য। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অনন্য মাধ্যম হিসেবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন পশু জবাই করে থাকে। এমন সময়ে প্রধানমন্ত্রীকে লেখা পেটার চিঠি আলাদা তাৎপর্য বহন করছে বলে মনে করা হচ্ছে।