Thursday, November 13, 2025
দেশ

তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, কংগ্রেস ছাড়লেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ প্রবীণ নেতা পিসি চাকো

তিরুবনন্তপুরম: সামনেই কেরলে বিধানসভা ভোট। আসন্ন ভোটের আগে ভাঙন অব্যাহত কংগ্রেস শিবিরে। নেতৃত্বের অভাব এবং দলীয় কোন্দলের অভিযোগ তুলে দল ছাড়লেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ প্রবীণ নেতা পিসি চাকো (PC Chacko)। সূত্রের খবর, আসন সমঝোতা নিয়ে অসন্তোষ জানিয়ে দল ছেড়েছেন তিনি। পাশাপাশি, চাকোর অভিযোগ, কংগ্রেসে গণতন্ত্র বলে কিছু বাকি নেই।

এদিন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং সাংসদ রাহুল গান্ধীকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন পিসি চাকো। কংগ্রেস ছাড়ার আগে তিনি বলেন, কেরলে কোনও জাতীয় কংগ্রেস নেই। একটা কংগ্রেস (আই) আর একটা কংগ্রেস (এ)। দুটি দলের কো-অর্ডিনেশন কমিটি। গোষ্ঠীকোন্দলে দীর্ণ একটা দল।

আসন্ন বিধানসভা ভোটের আগে কেরলে এখন কংগ্রেসের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ অব্যাহত। একটি হল- প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চ্যান্ডির। অন্যটি ওমেন চ্যান্ডির বিরোধী গোষ্ঠী রমেশ চেন্নিথালার।

পিসি চাকো অভিযোগ করেন, কেরলবাসী রাজ্যে কংগ্রেসকে ক্ষমতায় ফেরাতে চায়। কিন্তু সেক্ষেত্রে বড় বাধা হল গোষ্ঠীদ্বন্দ্ব। এ নিয়ে আমি বরাবর সরব হলেও হাইকমান্ড নির্বিকার ভূমিকা পালন করছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।