Tuesday, November 18, 2025
রাজ্য​

বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত

কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। বুধবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া শিবিরের দলীয় পতাকা তুলে নেন তিনি। এ সময় বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও উপস্থিতি ছিলেন।

গেরুয়া শিবিরে যোগ দিয়ে বনি বলেন, মানুষের জন্য কাজ করতে চাই। গুরুজনের নির্দেশ মেনে চলব। জয় শ্রীরাম। উল্লেখ্য, বিজেপির একনিষ্ঠ সদস্য অভিনেতা সোহেল দত্তের (Sohail Dutta) সঙ্গে ক‍্যামেরাবন্দি হওয়ার পর থেকেই বনির বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়।

সম্প্রতি বনি সেনগুপ্তকে দেখা গিয়েছিল সোহেল দত্তের বাড়িতে। জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন শুভেন্দু অভিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও বৈশালী ডালমিয়ারা। সেই ছবি প্রকাশ্যে আসতেই বনির বিজেপিতে যোগদানের জল্পনা জোরালো হয়। কানাঘুষো শোনা গিয়েছিল, বালিগঞ্জ থেকে বনিকে প্রার্থী করতে পারে বিজেপি।

যদিও বনি সেনগুপ্ত তখন বলেছিলেন, “দিদির পাশেই ছিলাম। দিদির পাশেই থাকব। বিজেপিতে যোগদানের প্রশ্নই ওঠে না!” সেই বনিই কিনা ভোটের মুখে গেরুয়া শিবিরে যোগ দিলেন। তাঁর মা পিয়া সেনগুপ্ত (Piya Sengupta) তৃণমূলের একনিষ্ঠ সদস্য এবং প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee) কৃষ্ণনগর থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।