Sunday, May 19, 2024
কলকাতা

মাদ্রাসা-মসজিদগুলোতে ছাত্রদের জিহাদের জন্য মগজ ধোলাই করা হয়েছে: তসলিমা নাসরিন

কলকাতা: একের পর এক প্রদেশ দখলের পর রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিল জঙ্গিগোষ্ঠী তালিবান। আত্মসমর্পণের হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। যার প্রায় দুই দশক পরে ফের আফগানিস্তানে তালিবান-রাজ ফিরল। এ বিষয়ে মন্তব্য করলেন আলোচিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আফগান আর্মিকে প্রশিক্ষণ দিল কি লাভ হল আমেরিকার! তালিবান এক তুড়িতে আফগানিস্তান দখল করে নিল। প্রেসিডেন্ট ঘানি দেশ ছেড়ে পালিয়েছেন। আফগান সেনা লাপাত্তা। বিলিয়ন ডলার খরচ বৃথা গেল। ওদিকে এতকাল পাকিস্তানে সন্ত্রাসি দমনের জন্য বছর বছর বিলিয়ন ডলার ঢালছে আমেরিকা।

বিনিময়ে পাকিস্তান কি করেছে? হাজার হাজার মাদ্রাসায় পড়ুয়াদের আফগানিস্তানে গিয়ে জিহাদের জন্য উৎসাহ দেয়া হয়েছে। পাকিস্তানের মসজিদগুলোতেও জিহাদের জন্য মগজ ধোলাই করা হয়েছে। পাকিস্তানি জিহাদিরা তালিবান জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে আফগান সেনার বিরুদ্ধে দখলের লড়াই করছে।

তসলিমা নাসরিন আরও লিখেছেন, আফগানিস্তানে যখন মার্কিন সেনা ছিল, তালিবান জঙ্গিদের আশ্রয় দিয়েছিল পাকিস্তান। তালিবানের জন্মদাতা পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই। শুনছি এখনকার তালিবান নাকি আগের তালিবানের থেকে আলাদা। এরা নাকি পূর্বের কট্টরপন্থী ত্যাগ করেছে। তালিবান কট্টরপন্থা ত্যাগ করলেও ইসলাম তো তার ত্যাগ করেনি। তালিবান তো দেশ চালাবে ইসলামের আদর্শেই।