Sunday, May 19, 2024
রাজ্য​

ছোট পোশাকে চেয়ারলিডার নাচিয়ে ‘খেলা হবে দিবস’ উদযাপন করে বিতর্কে তৃণমূল

পূর্ব বর্ধমান: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী, সোমবার ১৬ আগস্ট রাজ্য জুড়ে পালিত হল খেলা হবে দিবস। তবে পূর্ব বর্ধমানের আউশগ্রামে খেলা হবে দিবসের অনুষ্ঠানে চিয়ারলিডারদের নাচিয়ে বিতর্কে জড়ালো তৃণমূল। যদিও তৃণমূলের একাংশের দাবি এটা ‘বিনোদন’। কিন্তু বিরোধীরা বিষয়টি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে।

জানা গেছে, এদিন খেলা হবে দিবস উপলক্ষে আউশগ্রামের ভাল্কি পঞ্চায়েতের রানীগঞ্জে ফুটবল ম্যাচের আয়োজন করে স্থানীয় তৃণমূল। সেখানে চিয়ারলিডারদের দিয়ে নাচানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ছোট পোশাক পরে চিয়ারলিডাররা নাচেন। যার ফলে খেলা বাদ দিয়ে দর্শকরা নাকি চিয়ার লিডারদের নাচ দেখাতেই বেশি মনোযোগ দেয়। যা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে অঞ্চল তৃণমূল সভাপতি অরূপ মির্ধা বলেন, করোনা পরিস্থিতির কারণে এখন সিনেমা, থিয়েটার বন্ধ রয়েছে। বিনোদন বলে কিছু নেই। তাই গ্রামের মানুষকে বিনোদন দিতেই চিয়ারলিডারদের নামানো হয়েছে। করোনা বিধি মেনেই সবকিছু আয়োজন করা হয়েছে।

এদিকে, তুমুল বিতর্কের মুখে পড়ে আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার বলেন, আমি বিষয়টি সম্পর্কে জানি না। তবে খোঁজ নিয়ে দেখছি।