Monday, May 6, 2024
আন্তর্জাতিক

আফগান নারীদের হিজাব পরা বাধ্যতামূলক: তালিবান

কাবুল: রবিবার রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তান এখন তালিবানদের দখলে। এই পর থেকেই দেশটির নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে। কেননা পূর্বে মেয়েদের স্কুল থেকে দূরে রাখার জন্য পাথর ছুড়ে মারা এবং ফাঁসির মতো কঠোর ইসলামি শাস্তি প্রদান করা হতো। কিন্তু এবার নারী অধিকারকে সম্মান জানানোর প্রতিশ্রুতি দিল তালিবানরা।

তালিবান মুখপাত্র সুহেইল শাহিন বলেন, দলটি নারীদের অধিকার রক্ষা করবে, পাশাপাশি মিডিয়া কর্মী এবং কূটনীতিকদের স্বাধীনতাও রক্ষা করবে। শাহিন বলেন, আমরা জনগণকে, বিশেষ করে কাবুলবাসীর সম্পত্তি, তাদের জীবন নিরাপদ বলে আশ্বস্ত করছি।

সুহেইল শাহিন জানিয়েছেন, নারীদের ঘর থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। তারা শিক্ষা এবং কর্মক্ষেত্রে যেতে পারবে। তবে বাধ্যতামূলক ভাবে তাঁদের হিজাব পরতে হবে। পাশাপাশি, গণমাধ্যমকে সমালোচনা করার অনুমতি দেওয়া হবে। কিন্তু সচেতনভাবে সংবাদ পরিবেশন হবে।

সুহেইল শাহিন বলেন, নারীদের বিষয়ে রক্ষণশীল অবস্থা থেকে সরে আসবে তালিবান। হিজাব পরে আফগান নারীরা বাড়ির বাইরে যেতে পারবেন। ইসলাম অনুযায়ী হিজাব এমন একটি বিষয় যা মুসলিম নারীদের পালন করা উচিত। তাই মুসলিম মহিলাদের উচিত হিজাব পরা। একজন অনুশীলনকারী মুসলিম মহিলাকে এটি মেনে চলতে হবে। অবশ্যই হিজাব পরতে হবে।

সুহেইল শাহিনের দাবি, আমরা সহনশীল। আমরা আফগানিস্তানের জাতীয় ঐক্য চাই। আমরা সব মতের সকল আফগানদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান চাই। স্বাভাবিক জীবন যাপন করতে চাই।