Saturday, April 19, 2025
আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশের উপর বোমা হামলায় নিহত ৫

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের পুলিশের উপর হামলার ঘটনা পাকিস্তানে। পুলিশকে লক্ষ্য করে বোমা হামলায় নিহত ৫ জন। শুক্রবার পাকিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের ডেরা ইসমাইল খান শহরে এই ঘটনাটি ঘটে। 

এই হামলার ঘটনায় জখম হয়েছেন আরও ২১ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত কেউ হামলার দায় কেউ স্বীকার করেনি। 

এই হামলার বিষয়ে পাকিস্তান পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পুলিশের টহলদারি এলাকার খুব কাছে বিস্ফোরণ হয়। এটি আত্মঘাতী হামলা নাকি বোমা নিক্ষেপ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে বালোচিস্তানে হজরত মহম্মদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মসজিদে জমায়েত ভয়াবহ বিস্ফোরণে নিহত হন ৫৬ জন। নিহতদের মধ্যে পাক পুলিশের এক ডিএসপি পদমর্যাদার অফিসারও ছিলেন। Al Jazeera