Monday, April 29, 2024
খেলা

আইপিএলে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা সৌদি আরবের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: খনিজ তেলের মজুদ শেষ হতে চলেছে সৌদি আরবের। তাই বিকল্প রোজগারের দিকে ঝুঁকছে সৌদি সরকার। গুরুত্ব দেওয়া হচ্ছে পর্যটন, বাইরের দেশে বিনোয়োগকে। ইতিমধ্যেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার, করিম বেঞ্জিমা, সাদিও মানের মতো বড় বড় তারকাকে নিজেদের দেশের ক্লাবে টেনে নিয়েছে। ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে চলেছে সৌদি আরব। ফুটবলের পর এবার ক্রিকেটে নজর সৌদির। 

এবার জানা গেছে, ভারতের আইপিএলে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চলেছে সৌদি আরব। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আইপিএলে ৫ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৪১ হাজার ৫০০ কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা সৌদির।

আইপিএলকে প্রিমিয়র লিগ বা ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের ধাঁচে বিশ্বের আরও বেশি সংখ্যক দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০২৪ লোকসভা নির্বাচনের পরে এ বিষয়ে আলোচনা করা হতে পারে বলে খবর। যদিও এ বিষয়ে সৌদি সরকার এবং ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলে বিনিয়োগের বিষয়ে ইতিমধ্যেই চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সরকারের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন সৌদির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের উপদেষ্টারা। আইপিএলকে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের হোল্ডিং কোম্পানিতে পরিণত করার প্রস্তাব দিয়েছেন তারা। তাতে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের থাকবে সৌদির কাছে।