Wednesday, May 15, 2024
Latestআন্তর্জাতিক

কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গুরুত্ব না দেওয়ার ‘অসন্তুষ্ট’ ইমরান

ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিক স্তরে তুলে ভারতকে কোণঠাসা করতে চাইলেও কার্যত তিনি পুরোপুরিই ব্যর্থ হয়েছেন। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে রয়েছে কেবলমাত্র চিন। তাই ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক বিষয় করে তুলতে চাইলেও নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গুরুত্ব সহকারে খবর প্রকাশ না করায় ‘বেজার’ পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

টুইটারে ইমরান খান প্রশ্ন তুলেছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কেন কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি এড়িয়ে যাচ্ছে। অন্য দিকে হংকংয়ের প্রতিবাদ আন্দোলন নিয়ে সব সংবাদ মাধ্যমেই বড় করে দেখানো হচ্ছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার নেয় কেন্দ্রীয় সরকার। তার পর থেকেই আন্তর্জাতিক মহলকে নিজেদের পক্ষে টানতে এবং ভারতের বিপক্ষে সরব হওয়ার জন্য কার্যত দরজায় দরজায় ধর্না দেন পাক প্রধানমন্ত্রী। কিন্তু কার্যত চিন ছাড়া কাউকে পাশে পায়নি পাকিস্তান।

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে ৩৭০ ধারা বিলোপের পর থেকে কাশ্মীরে মোবাইল, ইন্টারনেট, ল্যান্ডলাইন, কেবল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও ধীরে ধীরে এখন সবকিছু ফের চালু করা হচ্ছে। পাক প্রধানমন্ত্রী এই বিষয়কে ‘মানবিকতার সঙ্কট’ আখ্যা দিয়ে দাবি করেছেন, কাশ্মীরকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে দু’মাস ধরে। সেইসঙ্গে রাজনৈতিক নেতা-নেত্রী সহ বহু লোককে বন্দি করা হয়েছে। তবে ইমরান খানের কথা শুনতে নারাজ আন্তর্জাতিক স্তরের সংবাদ মাধ্যমগুলো।