জল্পনার অবসান ঘটিয়ে বিসিসিআইয়ের নয়া প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ
মুম্বাই: যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সর্বসম্মতিতে মনোনয়নের জন্য রবিবার সরকারিভাবে বিসিসিআইয়ের সভাপতি পদে মনোনয়ন পেশ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবারের সভায় ক্রিকেট বোর্ডের সঙ্গে অন্যান্য রাজ্যের বোর্ডগুলোর সদস্যরা সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট করার বিষয়টি চূড়ান্ত করেন।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহকে বোর্ডের সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে। এ ছাড়া অরুণ ধুমালকে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন। এর আগে বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন সৌরভ।
সৌরভের নতুন প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হতেই প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, বোর্ডে স্বচ্ছতা আনবেন সৌরভ। যোগ্য লোকদেরই পদে বসাবেন। আরেক নির্বাচক অশোক মালহোত্রা বললেন, যেভাবে দক্ষ হাতে সিএবি পরিচালনা করেছেন সৌরভ আমাদের আশা বিসিসিআই–ও সৌরভ একইভাবে সামলাবেন।
প্রসঙ্গত, আগামী বছরের সেপ্টেম্বরে সিএবির প্রধান পদে সৌরভের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই তিনি বসে যাবেন সর্বভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে। পশ্চিমবঙ্গ ক্রিকেট বোর্ডের দায়িত্ব তিনি সামলেছেন দক্ষতার সঙ্গে। ধারাভাষ্যকার হিসাবেও কাজ করছিলেন।
সৌরভ বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন এই খবরে উচ্ছ্বাসিত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। দিলীপবাবু বলেছেন, আমি অগ্রিম সৌরভকে অভিনন্দন জানিয়ে রাখলাম। অধিনায়ক হিসেবে আমরা তাঁর দাদাগিরি দেখেছি। এবার বোর্ড সভাপতি হিসেবেও দেখব।