Saturday, May 18, 2024
আন্তর্জাতিক

চিন ছাড়ছে জাপানের ৪০% প্রযুক্তি প্রতিষ্ঠান

টোকিও: চিনের উপর নির্ভরতা কাটাতে উৎপাদনকেন্দ্র অন্য দেশে সরিয়ে নিচ্ছে জাপান। ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জাপানের প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ৪০ শতাংশ তাঁদের উৎপাদনকেন্দ্র চিন থেকে অন্য দেশে সরিয়ে নিচ্ছে। জানা গিয়েছে, জাপানের প্রায় ১৫০টি প্রধান ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টি তাঁদের উৎপাদনকেন্দ্র অন্য দেশে সরিয়ে নিচ্ছে। তালিকায় রয়েছে ক্যানন, টয়োটা, কেডিডিআই, কোবি স্টিল, মিৎসুবিশির মতো বৃহৎ শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠান।

রিপোর্ট অনুযায়ী, জাপানের ৪০ শতাংশ, অর্থাৎ ৪২টি প্রতিষ্ঠান তাঁদের সরবরাহ ব্যবস্থা চিন থেকে দক্ষিণ বা দক্ষিণপূর্ব এশিয়ায় সরিয়ে নিতে চাইছে। তাঁদের মধ্যেই বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এর ফলে নিঃসন্দেহে চিন বিরাট বড় অর্থনৈতিক ধাক্কা খাবে।

যদিও জাপান সরকার প্রতিষ্ঠানগুলোকে নিজেদের দেশেই উৎপাদনকেন্দ্র ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছে। তবে সরকারের এ আহ্বানের সাড়া দিয়েছে মাত্র ৮টি প্রতিষ্ঠান। প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তাঁরা অভ্যন্তরীণ প্রশিক্ষণ চালাচ্ছে বা নিজেদের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলো চিহ্নিত করেছে।

২৭ শতাংশ বা ২৬টি প্রতিষ্ঠান বলেছে, তাঁরা প্রযুক্তিগত তথ্য ফাঁস হওয়া ঠেকাতে অংশীদারদের সঙ্গে যৌথ গবেষণা নিষিদ্ধ করেছে। ৬ টি প্রতিষ্ঠান বলেছে, তাঁরা এসব বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। মাত্র ১ টি প্রতিষ্ঠান জানিয়েছে, তাঁরা অন্যদের সঙ্গে যৌথ গবেষণা করছে।

তবে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? কূটনৈতিক মহলের মতে, বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা কতটা চিন কেন্দ্রিক, করোনার পরিস্থিতির মধ্যে সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। এছাড়া প্রযুক্তি খাতে আধিপত্য বিস্তারে চিন-যুক্তরাষ্ট্রের লড়াই বাড়তি উদ্বেগ তৈরি করেছে। একারণে অনেক প্রতিষ্ঠানই এখন চিনের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে। – Source: Japan Today